বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৭:৫০:১৫

১৬ বছরের অনশন ভেঙে বিতর্কে জড়ালেন শর্মিলা চানু

১৬ বছরের অনশন ভেঙে বিতর্কে জড়ালেন শর্মিলা চানু

আন্তর্জাতিক ডেস্ক : ইরম শর্মিলা চানুর অনশন ভাঙার পিছনে বিজেপি এবং তার প্রেমিকের ‘অশুভ আঁতাত’ দেখতে পাচ্ছেন শর্মিলার অনুগামীরা। তাদের দাবি, অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে এত দিনের অনুগামীদের সঙ্গে নয়, বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন চানু। সেই সঙ্গে চ্যাট করে কথা বলেন ডেসমন্ড কুটিনহোর সঙ্গে।

২০০০ সাল থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে শর্মিলাকে সামনে রেখে লড়ছিলেন তার দাদা ইরম সিংহজিৎ, মানবাধিকার কর্মী বাবলু লোইতংবাম। কিন্তু গত কাল শর্মিলা যে ভাবে আদালতে দাঁড়িয়ে অনশন শেষ করার কথা ঘোষণা করেন, তাতে সকলেই অবাক। প্রকাশ্যে চানুর বিরুদ্ধে মুখ না খুললেও এদের অনেকেই একান্তে ক্ষোভ উগরে দিচ্ছেন।

‘সেভ শর্মিলা’র সদস্যরা এবং উত্তর-পূর্ব ছাত্র সংগঠন অবশ্য শর্মিলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, শর্মিলার অনশন সম্পর্কে সরকারের উপেক্ষা আসলে মানবাধিকার ও গণতন্ত্রেরই পরাজয়। শর্মিলা নয়, এই লজ্জা ও হার ভারত সরকারের। সেভ শর্মিলার প্রতিনিধিরা জানান, শর্মিলাকে দেবীর স্তরে নিয়ে গিয়ে যে চাপ তৈরি করা হচ্ছিল, তাতে তিনি নিজেই বিরক্ত। হয়তো সে কারণেই এই সিদ্ধান্ত।

শর্মিলার পরিবার কিন্তু গত কালের ধাক্কা কাটিয়ে আজ ঘরের মেয়ের বিরুদ্ধে সরব। দাদা সিংহজিৎ সরাসরি ডেসমন্ড কুটিনহোকে দায়ী করে জানান, ‘ও প্রথম থেকে শর্মিলাকে বিপথগামী করতে চাইছিল। ও নিশ্চয়ই কারও এজেন্ট।’ তার নামে গড়ে ওঠা সংগঠনের নেতাদের দাবি, কারও কারও সাহায্যে প্রেমিকের দেওয়া ম্যাকবুকে নিয়ম করে চ্যাট করেছেন শর্মিলা। তাতেই চলেছে মগজধোলাই। শর্মিলার দেখাশোনার দায়িত্বে থাকা নার্সদের উপরেও তাদের রাগ।

‘শর্মিলা কানবা লুপ’ বা তার পরিবার এত দিন শর্মিলার নাম ব্যবহার দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা থেকে অর্থ সাহায্য নিচ্ছিল। অর্থাগমের সেই পথ বন্ধ হতে চলায় তারা দিশাহারা।

তাদেরই একজনের অভিযোগ, রাজ্যে যে কোনও উপায়ে কংগ্রেস সরকারকে ফেলতে চাইছে বিজেপি। চানুকে আগামী বছর ফেব্রুয়ারিতে ভোটে নামাতে চাইছে তারা। বিজেপির একাধিক নেতার সঙ্গে হাসপাতালে শর্মিলার এ নিয়ে একাধিক বার আলোচনাও হয়েছে বলে তাদের অভিযোগ।

শর্মিলার অন্যতম শুভাকাঙ্ক্ষী, সাবেক এক স্বাস্থ্যকর্তা খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ কথা শর্মিলা নিজেই তাকে জানান। এদিকে, আইনজীবীরা জানান, ৯ আগস্ট চানু অনশন ভাঙলেও তার কারামুক্তি এখনই হবে না। রাজ্য সরকার তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার পরেই আদালতের নির্দেশ অনুযায়ী চানুর মুক্তির দিন ঠিক হবে।

২৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে