আন্তর্জাতিক ডেস্ক : এবার বিমানে ইসলামিক স্টেটের (আইএস) স্লোগানে জরুরি অবতরণ করা হয় বিমানটি। এসময় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে আইএস স্লোগান দেয়ায় এমন ঘটনা ঘটে।
স্লোগান দেয়া ওই দুই যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ৯ টার দিকে বিমানটি দুবাই থেকে কালিকটে আসছিল।
এ সময় সেই বিমানেই এক ব্যক্তি জঙ্গি সংগঠন আইএসের নামে স্লোগান দিতে শুরু করে। এরপরই বিমানটিকে মুম্বাই বিমান বন্দরে ইমারজেন্সি ল্যান্ডিং করা হয়।
এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমানটিকে এখন ছেড়ে দেয়া হয়েছে। বিমানে ১২০ জন যাত্রী ছিলেন।
এয়ারপোর্ট পুলিশের ডিসিপি বলেছেন, এয়ারলাইন্সের অভিযোগের পর ওই দুই ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম