আন্তর্জাতিক ডেস্ক : ফোনে হুমকি দেয়ার কারণেই বন্ধ হয়ে গেল জেনেভা বিমানবন্দর ৷ বুধবারে সুইজারল্যান্ডের রাজধানীর এই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে৷ ফোনে বলা হয়, বিমানবন্দরে বোমা রাখা আছে৷ যে কোনো সময় বিস্ফোরণ ঘটানো হবে৷ ফোন পাওয়ার সাথে সাথেই বিমানবন্দরের নিরাপত্তা আরো জােরদার করা হয়৷ বাড়ানো হয় নিরাপত্তারক্ষীর সংখ্যা৷
এ বিষয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বার্তাও পোস্ট করে জেনেভা পুলিশ৷ সেই বার্তায় বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাত্রীদের পৌঁছাতে অনুরোধ করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত আর কোনো ঝুঁকি নিতে চায়নি বন্দর কর্তৃপক্ষ৷ তাই বেলা গড়াতেই পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এই বিমানবন্দর৷ প্যারিস হামলার পর থেকেই গোটা ইউরোপ আইএস জঙ্গিদের নিশানায়৷ আর তাই নতুন করে কোনো নাশকতার ঝুঁকি নিতে চায়নি জেনেভা বিমানবন্দর৷
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই