আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়াকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়াকে এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি।
লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিগুলোর সংগঠন আসিয়ানের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন কেরি। তিনি আরো বলেন, “যখন সবাই পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে চাইছে তখন একমাত্র উত্তর কোরিয়া বিপরীত দিকে হাঁটছে। এখন আমরা সবাই উত্তর কোরিয়াকে বোঝাতে প্রতিশ্রুতিবদ্ধ যে, তাকে পরমাণু কর্মসূচির জন্য সত্যিকারের পরিণতি ভোগ করতে হবে।”
গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়া চতুর্থ দফা পরমাণু বোমার পরীক্ষা চালালে পূর্ব এশিয়ায় সামরিক ও রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। এরপর পিয়ংইয়ং আরো কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে বহুগুণ।
উল্লেখ্য, ২০০৫ সালেই উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে। তারপর চার বার দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছে বলে জানা গিয়েছে।
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই