আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক মুসলিম ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি নিতে রাজি হয়নি কলেজ কর্তৃপক্ষ। পরে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে ওই ছাত্রকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজি নামে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হতে গিয়েছিলেন গুলাম গাউস নামে এক ছাত্র। কিন্তু ওই ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি করানো হয়নি।
আজাদ নগরের বাসিন্দা এবং হলদিওয়ানী জামে মসজিদ কমিটির প্রধান মসরুর আহমদ বলেন, ‘আমার ছেলে (গুলাম গাউস) উত্তরাখণ্ড কারগরি শিক্ষা বোর্ড থেকে পলিটেকনিক পরীক্ষায় পাস করে। কাউন্সেলিংয়ের পরে তাকে সোমবার ভর্তি হওয়ার জন্য ডাকা হয়। কিন্তু সেখানকার প্রিন্সিপ্যাল অমর নাথ এবং আভা নামে এক মহিলা শিক্ষক আমার ছেলের লম্বা দাড়ি দেখে তাকে ভর্তি করাতে অস্বীকার করেছেন। আমাদের জানানো হয় দাড়ি কাটার পরেই তাকে ভর্তি নেয়া হবে। অনেক অনুরোধ করলেও ছেলেকে ভর্তি নেয়া হয়নি।’
এ নিয়ে গুলাম গাউস নামে ওই ছাত্র জানায়, ‘আমি রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজিতে ভর্তির জন্য গেলে সেখানে ‘আভা ম্যাম’ নামে এক শিক্ষিকা এবং সেখানকার প্রিন্সিপ্যাল আমাকে ক্লিনশেভ অবস্থায় আসার কথা বলেন। এরকম অবস্থায় তারা ভর্তি নিতে পারবেন না বলে আমাকে জানান। এতে আমি খুব দুঃখ পেয়েছি।’
মঙ্গলবার ভুক্তভোগী ওই ছাত্রের বাবা মসরুর আহমদ বিষয়টি নিয়ে ইউ এস নগরের জেলা প্রশাসক আশিস কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই কলেজ কর্তৃপক্ষ অবশেষে ওই ছাত্রকে ভর্তি হওয়ার জন্য ডেকেছে। প্রিন্সিপ্যাল অমর নাথ বর্মা তার সাফাইতে বলেন, “সব ছাত্রকে পোশাক, চুল এবং ক্লিনশেভ করার জন্য বলা হয়েছিল। ওই ছাত্রের অভিভাবক এ নিয়ে ভুল বুঝেছেন। আমরা ওই ছাত্রকে ভর্তি নিচ্ছি।”
প্রসঙ্গত, দাড়ির জন্য স্কুলে ভর্তি হতে পারেনি এমন ঘটনা এর আগেও প্রকাশ্যে এসেছে। চলতি জুলাইতেই উত্তর প্রদেশে ‘অমৃত পাবলিক স্কুল’ নামে শিক্ষা প্রতিষ্ঠান দাড়ি থাকার জন্য মুহাম্মদ আরিফ নামে এক মেধাবী ছাত্রকে ভর্তি নিতে অস্বীকার করে। দশম শ্রেণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়ে পাস করা ওই ছাত্র একাদশ শ্রেণিতে ভর্তি হতে গেলে সেখানকার শিক্ষিকা বলেন, দাড়ি রাখার জন্য ভর্তি নেয়া হবে না। আগে দাড়ি কাটতে হবে তারপর ভর্তি করা হবে!-প্যারিস টুডে
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই