আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বিয়ে না করায় প্রেমিককে প্রকাশ্যেই জুতাপেটা করা হয়েছে। ঘটনাটি ভারতের পুণের।
সেখানের বাসিন্দা শ্রীকান্ত লোন্ধে নামে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল একটি মেয়ের। কিন্তু দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকেও মেয়েটিকে বিয়ে করতে চায়নি শ্রীকান্ত।
পরে ওই মেয়েটি পুরো ঘটনাটি জানান নারী অধিকার কর্মী ও ‘ভূমাতা রনরাঙ্গিনি ব্রিগেড’-এর প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাইকে। এরপর গতকাল বুধবার পুণে থেকে ১০০ কিলোমিটার দূরে পুণে-আহমেদনগর জাতীয় সড়কের ওপর প্রকাশ্যেই নিজের পায়ের জুতা খুলে পেটায় মিস দেশাই।
জুতাপেটা করার সময় রাস্তায় লোক জমে যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন সম্পর্ক রাখার পর ওই যুবক কেন নারীটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে বিষয়েও তার কাছে জবাবদিহি করেন ত্রুপ্তি দেশাই।
শ্রীকান্ত ক্রমাগত একটি মেয়েকে শারীরিকভাবে শোষণ করে আসছিল বলে অভিযোগ করেছেন ত্রুপ্তি দেশাই। তার দাবি, তার কারণে গর্ভবতী হয়ে পড়েছেন তিনি।
মেয়েটি যদি গর্ভপাত করায় তাহলেই শ্রীকান্ত তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। নারী অধিকার কর্মী দেশাই জানান, ওই ছেলেটি আরো দু'জন নারীর সঙ্গে একই প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করায় ওই ছেলেটিকে একটা উচিত শিক্ষা দিয়েছি।
আইন নিজের হাতে তুলে না নেয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। কারণ নির্যাতিতা ওই মেয়েটি পুলিশের কাছে গেলেও কোনো বিচার পায়নি বলে জানান তিনি। জাতীয় সড়কের ওপর প্রকাশ্যে জুতাপেটার সেই ছবি ইন্টারনেটে ছাড়তেই তা ভাইরাল হয়ে যায়।
বিশ্বম্বর চৌধুরী নামে অন্য এক সমাজকর্মী ত্রুপ্তি দেশাইয়ের এ কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, একজন সমাজকর্মী হয়ে তিনি (দেশাই) যদি আইন নিজের হাতে তুলে নেন তবে তারা এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম