আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে বেশকিছু পত্রিকা-চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার৷ বুধবার তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টেলিভিশন চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা এবং ১৫টি ম্যাগাজিন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে৷
৮৯ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে৷ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷
চলছে জরুরি অবস্থা৷ ৫০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে৷ এদের বিরুদ্ধে অভিযোগ, অভ্যুত্থান মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা গোলেনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে৷ এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
এছাড়া সামরিক বাহিনীর ১০৯৯ কর্মকর্তা এবং ৪৩৬ জন কনিষ্ঠ কর্মকর্তার অসম্মানের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়েছে৷ এ পর্যন্ত ১৭৮ জন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদের মধ্যে ১৫১ জনকে এরই মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
এ সপ্তাহের শুরুতেই ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ বুধবার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ৮৬৫১ জন এ অভ্যুত্থান চেষ্টায় জড়িত ছিল, যা মোট সংখ্যার ১.৫ ভাগ৷
৩৫ টি বিমান, ৩৭টি হেলিকপ্টার, ৭৪টি ট্যাংক এবং তিনটি জাহাজ নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল তারা৷ সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়াদের মধ্যে সেনাবাহিনীর ৮৭ জন জেনারেল, বিমান বাহিনীর ৩০ জন জেনারেল এবং নৌবাহিনীর ৩২ জন অ্যাডমিরাল রয়েছেন৷
বুধবার তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর ৩,০০০ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে তারা৷ ১৫ জুলাইয়ের পর থেকে ৫০ হাজার সরকারি কর্মকর্তা, কর্মচারী চাকরি থেকে বরখাস্ত হয়েছেন৷ এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছিলেন৷
এদিকে ১৫ জুলাইয়ের ওই সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জেরে সামরিক বাহিনীর ১,৭০০ সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে৷ এদের মধ্যে ১৪৯ জন জেনারেল এবং এডমিরালও রয়েছেন৷
সরকারের অভিযোগ এ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী৷ অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন৷ পাশাপাশি আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ৷
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ আবারো সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন৷ সেখানে হয়তো আরো কর্মকর্তাদের সরিয়ে দেয়ার ব্যাপারে নির্দেশ আসতে পারে৷
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম