বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১০:৪৩:৩৫

মাত্র ১৫ টাকার জন্য দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল দোকানদার!

মাত্র ১৫ টাকার জন্য দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল দোকানদার!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৫ টাকা৷ ছোট্ট এই ঋণের কারণে চরম মূল্য দিতে হলো দলিত দম্পতিকে৷ কুড়াল দিয়ে কুপিয়ে দু’জনকে খুন করার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে৷ ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরি গ্রামে ঘটেছে এই ঘটনা৷ অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অশোক মিশ্র স্থানীয় মুদি দোকানের মালিক৷ বৃহস্পতিবার সকালে সেখানে কিছু জিনিস কিনতে যান দলিত দম্পতি৷ সেই সময় অশোক তাদের জানায় ১৫ টাকা বাকি রয়েছে৷ কিন্তু, দম্পতি সেকথা অস্বীকার করে৷ এই নিয়েই ঝগড়া বেধে যায় দুই পক্ষের মধ্যে৷ রাগের মাথায় দোকানের পাশে রাখা কুড়াল দিয়ে দু’জনকে আঘাত করে দোকানদার অশোক৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় দলিত দম্পতির৷ পুলিশ এসে অশোক মিশ্রকে গ্রেফতার করে৷ খুনের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷ আপাতত পুলিশ হেফাজতেই রাখা হয়েছে তাকে৷
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে