আন্তর্জাতিক ডেস্ক : ১৫ অাগস্টেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে জঙ্গিরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এমনটাই সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন ড্রোনের সাহায্য তার ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা।
কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, লস্কর-এ-তৈয়বা, জইশ-এ-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠী যৌথভাবে এ হামলা চালানোর পরিকল্পনা করেছে।
তাদের সাহায্য করবে পাক গুপ্তচর সংস্থা আইএস। ভারত ও পাকিস্তানের মধ্যে জঙ্গিদের টেলিফোনে কথোপকথন থেকে এ সূত্র মিলেছে।
এছাড়া স্বাধীনতা দিবসের আগে সেনাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর কনভয়েও হামলা চালাতে পারে জঙ্গিরা। সূত্র : জিনিউজ
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম