শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১২:৩৭:৪৮

‘বাবা টাকা দাও, না দিলে আমাকে মেরে ফেলবে’

‘বাবা টাকা দাও, না দিলে আমাকে মেরে ফেলবে’

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর আগে বাবাকে শেষ বারের মতো কথা বলে জানিয়েছিলেন ‘বাবা টাকা দাও। আমার স্বামী জুয়ায় হেরে গেছে। টাকা না দিলে ও আমাকে বিক্রি করে দেবে বা মেরে ফেলবে।’ বাবার সাথে এটাই ছিল মেয়ের শেষ কথা।

তার পরের দিনই ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকির মসৌলী এলাকায়। মোহাম্মদপুরের গঙ্গোরা গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল মসৌলীর বাসিন্দা মনোজ ওরফে সোনুর।

মৃতের বাবা বলেন, বিয়ের পর মেয়ে বাড়ি এলে জানায় যে তার স্বামীর চরিত্র মোটেও ভালো নয়। নেশার করার পাশাপাশি, সে জুয়াও খেলে। মেয়ের মুখে একথা শুনে জামাইকে বোঝানোর চেষ্টা করেন মৃতের বাবা।

কিন্তু, পরিস্থিতি যা ছিল সেখানে থেকে গেল, একটুও বদলায়নি। তাদের অভিযোগ, জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে গেলেই স্ত্রীকে বাড়ি থেকে টাকা আনতে বলতো সোনু। একবার বাবার থেকে এনে স্বামীকে ২ লাখ টাকাও দিয়েছিলেন গৃহবধু।

মৃতের পরিবারের দাবী, মঙ্গলবার রাতে জুয়ায় ৫ লাখ টাকা হেরে যায় সোনু। আর সেই টাকা এনে দিতে না পারলে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার পাশাপাশি মেরে ফেলারও হুমকি দেয়। সঙ্গেসঙ্গেই বাবাকে ফোন করে পুরো ঘটনাটি বলেন ওই গৃহবধূ।

তবে পরের দিন সকালে মেয়ের বাড়ি যাওয়ার আগেই মৃত্যুর খবর পান তার বাবা। পরে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে মসৌলীর পুলিশ।
২৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে