আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন।
সম্মেলনে হিলারি তার বক্তব্যে বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব।
তিনি বলেন, ‘ আমেরিকা শক্তিশালী হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে। আর আমি সেরা হয়েছি তার বন্ধুত্বের কারণে।
নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রাথী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে হিলারি বলেন, ‘সে আমাদেরকে একে অপরের থেকে এবং পৃথিবীর অন্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন করতে চায়। সে রিপাবলিকান পার্টিকে ‘সকালের আমেরিকা’ থেকে ‘মধ্য রাতের আমেরিকা’পর্যন্ত নিয়ে গেছে। সে চায় আমরা যেন ভবিষ্যত নিয়ে এবং একে অপরকে ভয় পাই।’
ইসলাম ধর্ম সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ আমরা কোনো ধর্মকে নিষিদ্ধ করবো না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সব আমেরিকান ও মিত্ররা একসঙ্গে কাজ করব।’
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস