শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৩:৫০:২৬

আবার যুক্তরাষ্ট্রে পুলিশের ওপর হামলা

 আবার যুক্তরাষ্ট্রে পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আবার যুক্তরাষ্ট্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।  কৃষ্ণাঙ্গ হত্যায় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে দেশটির আভ্যন্তরীণ পরিস্থিতি।  

ঠিক এরই মধ্যে আবার ক্যালিফোর্নিয়ায় দুই পুলিশ অফিসারের ওপর গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা।
ঘটনার পর পরই বন্দুকধারীদের পাকড়াও করতে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার রাতে সানডিয়াগোতে এ অভিযান শুরু হয়।  পুলিশ নিরাপত্তার খাতিরে ওই অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে না আসতে সতর্ক করেছে পুলিশ।

পুলিশের এক মুখপাত্র গতকাল রাত ১১টায় এ গোলাগুলির ঘোষণা দেন।  এক ঘণ্টা পর একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু আরো কয়েকজন সন্দেহভাজনের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।  

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ডালাস এবং ব্যাটন রুজে পুলিশের ওপর ২টি পৃথক হামলায় ৮ জন পুলিশ অফিসার নিহত হন।

দেশটিতে বেশির ভাগ পুলিশ হতাহতের ঘটনা ঘটে অস্ত্রধারী কোনো অপরাধীর সাথে গুলিবিনিময় চলাকালে।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে