শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ১০:৩৮:৩৪

৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মারিয়ানা দ্বীপে

৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মারিয়ানা দ্বীপে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মারিয়ানা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে  ৭ দশমিক ৭। শুক্রবার দিবাগত রাত ৩ টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।

সিএনএন এর খবরে বলা হয়, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৩ টা ১৮ মিনিটে এ  ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আগরিহানের একটি জনশূন্য দ্বীপের ১৯ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১১৭ মাইল গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে