শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৫:২৭:১১

আমেরিকার নির্বাচনে হিলারিকে জেতাতে ভারতের এই গ্রামে প্রচারণা, কেন জানেন?

আমেরিকার নির্বাচনে হিলারিকে জেতাতে ভারতের এই গ্রামে প্রচারণা, কেন জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে জেতাতে ভারতের এই গ্রামে আমেরিকার নির্বাচনের প্রচারণা চলছে।  আমেরিকা থেকে লক্ষ্নৌ-এর দূরত্ব ঠিক কত?

ভারতের ভোটাররা কী আমেরিকার নির্বাচনে ভোট দিতে পারেন? কী ভাবছেন, এমন বেআক্কেলে প্রশ্ন করছি কেন? লক্ষ্নৌ থেকে আমেরিকার দূরত্ব যাই হোক, সেখানকার লোকেরা যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না সে কথা আমি আপনি সবাই জানি।

কিন্তু তবুও এ প্রশ্নগুলো উঠছে।  কারণ আমেরিকার আসন্ন প্রসিডেন্ট নির্বাচনের সঙ্গে জড়িয়ে গেছে ভারতের একটা ছোট্ট গ্রামের নাম।  

আসলে সেই গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা আমেরিকার ভোট নিয়ে মেতে উঠেছেন চরম আবেগে।  বলা ভালো হিলারি ক্লিনটনকে ভোটে জেতানোর জন্য একপ্রকার উঠে পড়ে লেগেছেন গ্রামবাসীরা।

গ্রামটির নাম- ‌‘ক্লিন্টন ভিলেজ’।  না, না...গ্রামটির আসল নাম এটা নয়।  গ্রামটার প্রকৃত নাম ‘জাবরৌলি’।  

এই গ্রমের সবাই হিলারি ক্লিন্টনকে আগামীদিনে আমেরিকার প্রসিডেন্টের চেয়ারে দেখতে ব্যাকুল। কিন্তু কেন?

কারণ ২০১৪ সালে আমেরিকার সাবেক প্রেসিজেন্ট বিল ক্লিনটন উত্তরপ্রদেশের এ গ্রামকেই বেছে নিয়েছিলেন এক কল্যাণকামী কাজের জন্য।

জাবরৌলিতে বিল একটি স্বাস্থ্য প্রকল্পের সূচনা করেছিলেন, যার ফলে এই অখ্যাত গ্রামের গণস্বাস্থ্যের 'প্রভূত উন্নতি' হয়েছিল।  

আর তাই এ গ্রামের গরিব মানুষগুলো সেই কৃতজ্ঞতাবশত বিলের স্ত্রী তথা আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীকেই দেখতে চাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি হিসেবে।

এর পাশাপাশি জাবরৌলির মানুষ মনে করছেন, হিলারি আগামীদিনে প্রেসিডেন্ট হলে তিনিও আবার ফিরে আসবেন তাদের গ্রামে।  ওই গ্রাম বিশ্ব মানচিত্রে বিশেষ পরিচিতি পাবে।

তার ফলে বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে সরকারের তরফেও বলে তাদের আশা।
এ আশাতেই বুক বেঁধে জাবরৌলির মানুষ গগণভেদী আবেগে স্লোগান তুলছেন হিলারির নামে, সবার মধ্যে লাড্ডু বিতরণও করছেন।  

এখন দেখার- গ্রামবাসীর আশা পূরণ করেন কি-না আমেরিকার ভোটাররা!
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে