শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৬:৩০:০৬

হিজাব পরছেন পুরুষরাও, কেন জানেন?

হিজাব পরছেন পুরুষরাও, কেন জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের পাশাপাশি হিজাব পরছেন পুরুষরাও! কেন জানেন? দেশটির নারীদের ওপর চাপিয়ে দেয়া হিজাব ফতোয়ার বিরুদ্ধে প্রতীকী হিজাব পরছেন পুরুষরা।  তবে সব সময়ের জন্য নয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেসব ছবি এখন ভাইরাল।

১৯৭৯ সালে ইরানে বিপ্লবের পর থেকে নারীদের সব অধিকার কাটছাঁট করা হয়।  অত্যাবশ্যক হয় নারীদের হিজাবে মাথা ঢাকা।  সমাজের কড়া শাসনের ভয়ে ব্যক্তিগত স্বাধীনতায় এ অনুপ্রবেশ মেনে নিতে বাধ্য হয় ইরানের নারীরা।

বছর পয়ত্রিশ পর এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কয়েকজন পুরুষ।  স্ত্রী, বান্ধবী কিংবা নারী সহকর্মীর সঙ্গে সহানুভূতি দেখাতে হিজাব পরছেন তারা।  

হিজাব পরে আবার ছবিও তুলেছেন তারা।  সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।  তাদের সমর্থনে অনলাইনে ক্যাম্পেইন চালাচ্ছেন, যার নাম দেয়া হয়েছে ‘মাই স্টিলদি ফ্রিডম’।

এ ক্যাম্পেনটি মূলত চালু করেছেন মাসিহ আলিনেজাদ নামে এক ইরানি সমাজকর্মী।  তিনি জানিয়েছেন, শৈশব থেকে বড় হয়ে ওঠা  বাধ্যতামূলক হিজাব পরতে হয়েছে তাদের।  পদে পদে মনে হয়েছে, তাদের সম্মানহানি হচ্ছে।  পুরুষরা জন্ম থেকে দেখে আসছে, চারপাশের নারী হিজাবে মাথা ঢাকা।  

শুধু নারীরাই জানেন, এভাবে জোর করে মাথা ঢেকে সমাজের চাপিয়ে দেয়া সম্মানরক্ষার চেষ্টা কী কষ্টকর ও হাস্যকর।  সম্মানরক্ষার এ পোশাক শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরুষদের মধ্যেও ছড়িয়ে দিতে এই অনলাইন ক্যাম্পেইন চালু করেছেন তিনি।

ক্যাম্পেইনটিতে যোগ দেয়া পুরুষরা বলছেন, তারা মাত্র কয়েক মুহূর্তের জন্য হিজাব পরেছিলেন।  কিন্তু সেটা খুবই কষ্টের।  এ সময়ে তারা টের পেয়েছেন। অথচ তার মা-স্ত্রী-বোনরা জীবনভর তা পালন করে যাচ্ছেন।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে