আন্তর্জাতিক ডেস্ক : একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় ৩৫ কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্কের সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষে ৮ সেনাসদস্যও মারা গেছে।
সেনা কর্মকর্তারা বলেন, শনিবার ভোররাতে দক্ষিণপূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশের কুকুর্কা জেলার সামরিক ঘাঁটিতে হামলা করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা। সংঘর্ষে নিহত হয় ৮ সেনাসদস্য ও ৮ পিকেকে যোদ্ধা।
কুর্দি জঙ্গিরা তিনদিক থেকে সেনা ঘাঁটিতে হামলা চালায়। এসময় তাদের ওপর বিমান হামলায় ২৩ জন নিহত হয়। পরে স্থল অভিযানে আরো চারজন কুর্দি যোদ্ধাকে হত্যা করা হয়। এ তথ্য জানান সেনা কর্মকর্তারা।
শনিবারের সংঘর্ষে আরো ২৫ জন সেনাসদস্য আহত হয়েছে।
গত গ্রীষ্মে তুরস্ক সরকারের সঙ্গে আড়াই বছরের যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে দেয় পিকেকে। এরপর থেকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় প্রায়ই বিমান হামলা চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী।
এতে হাজার হাজার কুর্দি যোদ্ধা এবং শত শত বেসামরিক নাগরিক ও সেনাসদস্য প্রাণ হারিয়েছে।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম