আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশার বিভিন্ন অংশে শনিবার বাজ পড়ে মারা গেলেন কমপক্ষে ৩১ জন। আহত অন্তত ৩৬ জন। সবথেকে বেশি মৃত্যুর খবর এসেছে ভদ্রক জেলা থেকে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাট্টনায়েক মৃত ও আহতদের পরিবারের দিকে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
ভদ্রক জেলায় বাজ পড়ে মারা গেছেন ৮ জন। ৭ জন মারা গেছেন বালাসোর জেলায়। খুড়দা জেলায় এই সংখ্যাটা ৫। ময়ূরভঞ্জ জেলায় তিন এবং কেন্দ্রাপড়া, জাজপুর, কেওনঝড় এবং নয়াগড় জেলায় মৃতের সংখ্যা একজন করে। এছাড়াও আরও চারজন মারা গেছেন বিভিন্ন জায়গায়।
মৃত ও আহতদের বেশিরভাগজনই জমিতে কাজ করছিলেন। তখনই বাজ পড়ে তাদের উপর। রাজ্যসরকারের পক্ষ থেকে নিহতের পরিবারে মাথাপিছু ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস