সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ১১:০৫:৩৯

সংসদে কান্নায় ভেঙে পড়লেন মহিলা এমপি শশীকলা

সংসদে কান্নায় ভেঙে পড়লেন মহিলা এমপি শশীকলা

আন্তর্জাতিক ডেস্ক : রাজ্যের বিরোধী দলের এক সাংসদকে প্রকাশ্যে চড় মারার জেরে দল থেকে বহিষ্কৃত হলেন এআইএডিএমকে সাংসদ শশীকলা পুষ্পা।  তার আগে সংসদের ভতর তার পাল্টা দাবি, তাকেও চড় মেরেছেন এক নেতা।

ঘটনার সূত্রপাত গত শনিবার।  অভিযোগ, দিল্লি বিমানবন্দরে ডিএমকে সাংসদ তৃচি শিবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন শশীকলা। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা শিবাকে চড় মেরে বসেন শশীকলা।

এরপরই ২ সাংসদের মধ্যে প্রকাশ্যে শুরু হয়ে যায় হাতাহাতি! জল এতদূর গড়ায় যে, নিরাপত্তার কারণে দুজনকেই ফ্লাইট থেকে বের করে দিতে বাধ্য হন বিমানকর্মীরা।  

যদিও আত্মপক্ষ সমর্থনে শশীকলা জানিয়েছিলেন, জয়ললিতার নামে কুকথা বলার জন্যই তিনি শিবাকে চড় মারেন।

দলীয় সূত্রের খবর, এই ঘটনায় একদা ঘনিষ্ঠ সহযোগীর ওপর বেজায় চটে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এডিএমকে সুপ্রিমো জয়ললিতা। তখনই শশীকলাকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়।

এদিন চেন্নাইয়ে দলের সাংসদকে বহিষ্কার করার ঘোষণা করেন জয়ললিতা।  জানিয়ে দেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য শশীকলাকে বহিষ্কার করা হল। এদিন প্রাথমিক সদস্যপদ সহ দলের সমস্ত পদ থেকেই বহিষ্কার করা হয় তুতুকুড়ির রাজ্যসভা সাংসদকে।

এদিকে চেন্নাইতে তাকে বহিষ্কার করার ঘোষণা যখন করা হচ্ছে, তখনই সংসদে শশীকলা পাল্টা প্রহৃত হওয়ার দাবি করেন।  এদিন রাজ্যসভার কাজ শুরু হতেই ওয়েলে নেমে শশীকলা অভিযোগ করেন, তাকে চড় মেরেছেন তার দলেরই এক নেত্রী।

তবে সেই নেত্রীর নাম বলার আগেই তাকে থামিয়ে দেন চেয়ারম্যান পি জে কুরিয়্যেন।  তিনি বলেন, যে ব্যক্তি সংসদে দাঁড়িয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তার নাম তোলাটা উচিত নয়। অবশ্য সংসদের বাইরে এক সংবাদমাধ্যমের সামনে জয়ললিতার দিকেই ইঙ্গিত করেন শশীকলা।

শশীকলা এও দাবি করেন, তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তাই তিনি নিজের রাজ্যে ফিরে যেতে চান না।  অভিযোগ জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন শশীকলা।  

তার দাবি, তাকে অন্যায়ভাবে সাংবিধানিক পদ থেকে বের করে দেয়া হয়েছে। শশীকলা এও জানান, তিনি দেশের সেবা করতে চান।

যদিও শশীকলার বক্তব্যের পরই সংসদে তার দলের তরফে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।  তারা দাবি তোলেন, শশীকলার বক্তব্য যেন সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া হয়।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে