মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৭:৩২

ভুল করেছেন ওবামা!

ভুল করেছেন ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সরকারপ্রধান প্রধানমন্ত্রী।  বিশ্বজুড়ে সমাদৃত ও আলোচিত ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  কিন্তু সম্বোধনে ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই নেতাকে ‘প্রেসিডেন্ট মোদি’ বলে সম্বোধন করলেন ওবামা।  বিষয়টি সবাইকে হতবাক করেছে।

সোমবার ওবামা ও মোদি দ্বিপক্ষীয় বৈঠক করেন।  বৈঠক শেষে বিবৃতি দেয়ার মধ্যে ‘প্রাইম মিনিস্টার মোদি’ বলতে গিয়ে ভুল করে তিনি ‘প্রেসিডেন্ট মোদি’ বলে ফেলেন।

বিবৃতি শেষে হোয়াইট হাউসের ওয়েবসাইটে দুই নেতার বক্তব্য পোস্ট করা হয়।  সেখানে দেখা যায়, ওবামা বলছেন, ‘ক্লিন এনার্জি নিয়ে প্রেসিডেন্ট মোদির দৃঢ় প্রতিশ্রুতি আমাদের উৎসাহী করে।’

পরে হোয়াইট হাউস থেকেই ভুল ধরা হয়।  তাৎক্ষণিক সেই ভুল সংশোধন করে প্রেসিডেন্টের জায়গায় ‘প্রাইম মিনিস্টার’ লিখে দেয়া হয়।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে