আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে এবার ‘শয়তান’ বলে সম্বোধন করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনিসেলভেনিয়ায় একটি হাইস্কুল জিমের র্যালিতে তিনি এই মন্তব্য করেন।
ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ায় বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বার্নি স্যান্ডার্স একজন শয়তানের সাথে চুক্তি করেছেন। হিলারি একজন শয়তান।
প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ের শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এক মার্কিন মুসলিম সেনার বাবা-মাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। খোদ রিপাবলিকান দলেই ব্যাপক সমালোচিত হন তিনি।
আর এই বিতর্কের জের কাটতে না কাটতেই হিলারিকে ‘শয়তান’ বলে সম্বোধন করলেন ট্রাম্প।
০২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম