মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৪:২৭:১৯

নিমগাছের মগডালে উঠে রাতভর এক জাপানি তাণ্ডব, বিপাকে পুলিশ

নিমগাছের মগডালে উঠে রাতভর এক জাপানি তাণ্ডব, বিপাকে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : নিমগাছের মগডালে উঠে রাতভর তাণ্ডব করলেন এক জাপানি৷ তাকে নামাতে হিমশিম খেত হলো পুলিশ ও দমকল বাহিনীর লোকদের৷ তপসিয়া থানা এলাকার ক্রিস্টোফার রোডের ঘটনা৷

রাত তখন ১০টা হবে৷ ক্রিস্টোফার রোডের একটি বাড়ির নিমগাছে উঠে পড়েন বছর ২৪-এর ওই জাপানি যুবক৷ তার কীর্তি দেখতে গাছের নিচে তখন ভিড় জমিয়েছে আমজনতা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলাবাহিনী নিয়ে আসে মই৷ কিন্তু তাকে বাগে আনা যায়নি৷ তাকে নামানোর চেষ্টা করা হলে, ওই যুবক ক্রমাগত জাপানি পুলিশের সাহায্য চাইতে থাকে৷ শেষমেশ নিয়ে আসা হয় এক দোভাষীকে৷

ওই যুবকের দাবি, সপ্তাহখানেক আগে জাপান থেকে ভারতে আসেন তিনি৷ কিন্তু পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি হারিয়ে ফেলেছেন তিনি৷ রাতভর ভোগান্তির পর মঙ্গলবার সকালে ডাল কেটে তাকে নামানোর চেষ্টা শুরু হলে, গাছ থেকে ঝাঁপ মারেন ওই যুবক৷ পাশের একটি জলাশয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ খবর দেয়া হয়েছে জাপান দূতাবাসেও৷
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে