মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৪:৫৪:৩৩

কাশ্মিরের শিক্ষামন্ত্রীর বাড়িতে বোমা হামলা

কাশ্মিরের শিক্ষামন্ত্রীর বাড়িতে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শিক্ষামন্ত্রী তথা পিডিপি’র সিনিয়র নেতা নঈম আখতারের বাসায় বোমা হামলা চালালো অজ্ঞাত ব্যক্তিরা।

গতকাল মধ্যরাতের ওই বোমা হামলায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মন্ত্রীর বাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুঁড়লেও একটি বোমা তার বাড়িতে আঘাত করে এবং অন্যটি বাইরে গিয়ে পড়ে। এ সময় বাড়িটিতে কেউ না থাকায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীরা অবশ্য নিরাপদে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।    

আজ (মঙ্গলবার) সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে শ্রীনগরে শিক্ষামন্ত্রী নঈম আখতারের বাড়িতে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘গত রাতে একটি পেট্রোল বোমা শিক্ষামন্ত্রীর পরায়পোরাস্থিত বাড়িতে ছোঁড়া হয়েছে। এতে বাড়ির প্রধান দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রাজ্যে পিডিপি-বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে নঈম আখতার সপরিবারে গুপকররোডের উচ্চ নিরাপত্তা জোনে সরকারি বাসায় স্থানান্তরিত হন। গত প্রায় এক বছর ধরে তিনি সেখানে রয়েছেন।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা অবশ্য বলছেন, ‘পারায়পোরার মতো শান্ত এবং নিরাপদ এলাকায় ওই বাড়িতে কেউ থাকুক বা না থাকুক, মন্ত্রীর বাড়িতে হামলা আসলে নিরাপত্তাজনিত ত্রুটি এবং এতে পরিস্থিতির তীব্রতা স্পষ্ট হয়েছে।’

প্রসঙ্গত, গত শনিবারও নঈম আখতারের উপরে হামলা হলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। উত্তর কাশ্মিরের একটি গ্রামে তার গাড়িবহরের উপরে হামলা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা খতিয়ে দেখে ফেরার সময় ওই হামলা হয়। বান্দিপোর থেকে শ্রীনগরে আসার সময় বিক্ষোভকারীরা নঈম আখতারের গাড়িবহরের উপরে পাথর ছোঁড়ে।

এদিকে, ভিন্ন এক ঘটনায় গতকাল পল্লি উন্নয়ন, পঞ্চায়েতিরাজ, আইন ও বিচার মন্ত্রী আব্দুল হক খান পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন। উত্তর কাশ্মিরের তঙ্গধার এলাকায় তিনি প্রতিবাদকারীদের মুখে পড়েন।-প্যারিস টুডে
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে