আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। প্রস্তাবে বলা হয়েছে, বাংলা ভাষায় রাজ্যের নাম হবে বঙ্গ বা বাংলা, ইংরেজিতে নাম হবে বেঙ্গল।
আগামী ২৬ অগাস্ট রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই রাজ্যের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি পেশ করা হবে। বিধানসভায় ওই প্রস্তাব পাস হলে, তা সংসদে পাঠানো হবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পরই রাজ্যের নাম পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।-এবিপি আনন্দ
২ আগষ্ট ২০১৬/এমটিনিউজ২৪/ফারহান/এইচএফ