বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ১২:৩৫:১১

ব্রিজ ভেঙ্গে একাধিক গাড়ি নদীতে, গাড়িসহ নিখোঁজ ২২

ব্রিজ ভেঙ্গে একাধিক গাড়ি নদীতে, গাড়িসহ নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধরেই ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার মহাবালেশ্বর এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানির তোড়ে আজ ভেঙে পড়েছে মুম্বাই-গোয়া হাইওয়ের সেতু। এ ঘটনায় খোঁজ মিলছে না ২২ জনের। নিখোঁজ দুটি বাস ও একাধিক গাড়ি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতুটির ৮০ শতাংশই ভেঙে পড়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, দুটি বাস ও একাধিক নিখোঁজ গাড়িগুলি নদীতেই পড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। সেতুটি মহারাষ্ট্রের রায়গড় জেলায় সাবিত্রী নদীর ওপর নির্মিত ।

সরকারি সূত্রের দাবি, প্রবল বৃষ্টির ফলেই সাবিত্রী নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় ব্রিটিশ আমলে তৈরি মুম্বাই-গোয়া হাইওয়ের পুরনো সেতুটি ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।

ঘটনাস্থলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। গাড়িগুলির সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

জানা গিয়েছে, সেখানে পাশাপাশি দুটি সেতু রয়েছে। একটি ব্রিটিশ আমলের, আরেকটি নব নির্মিত। পুরোনো ব্রিজটি ভেঙে পড়েছে।

গোয়া থেকে মুম্বাই যাওয়ার জন্যই ব্যবহার হতো সেটি। ব্রিটিশ আমলে তৈরি সেতুটি ভেঙে পড়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে নতুন ব্রিজটির যান চলাচল। সূত্র: এনডিটিভি
০৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে