আন্তর্জাতিক ডেস্ক : স্বচ্ছ ভারতে একের পর এক উদাহরণ তৈরি করছে ভারতীয় নারীরা। কখনো বিয়ের শর্ত হিসেবে শৌচালয় বানিয়ে দেয়ার আবেদন, কখনো বাড়িতে বাথরুম না থাকায় বিয়ে ভেঙে দেয়া এমন হাজারো উদাহরণ রয়েছে ভারতে।
সচেতনাতার পাঠশালায় একে একে সবার সহযোগিতায় স্বচ্ছ পরিবেশ তৈরির পথে এগিয়ে চলেছে ভারত। এবার সামনে এল আরো এক উদাহরণ।
অন্ধ্রপ্রদেশের ঘটনা। ছেলের বিয়েতে নববধূ সালমাকে বাথরুম উপহার দিলেন শাশুড়ি। তিনি বলেন, আমি নিজে কোনোদিন আমার বাপের বাড়িতে শৌচালয় পাইনি। খোলা জায়গায়ই যেতে হত। বিয়ের পরও তাই।
শাশুড়ি বলেন, বাড়িতেও ছিল না শৌচাগার। নানান সমস্যার সম্মুখীন হতে হত। কিন্তু আমি চাইনি আমার বাড়ির বউকেও এ সমস্যার সম্মুখীন হতে। তাই আমি বাড়িতেই শৌচাগার তৈরি করি।
৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম