আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে মামা বলে ডাকলেন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা নিজের ৫৫ তম জন্মদিন পালন করলেন।
তার এই জন্মদিনে তাকে স্মরণ করলেন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। টুইটারে ওবামাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বীরেন্দ্র শেবাগ। ওবামার একটি ছবি পোষ্ট করেছেন তিনি।
এখানে তিনি বারাক ওবামাকে মামা বলে ডেকেছেন। আর তারপরই শুরু হল আলোচনার ঝড়। ভক্তরাও অবশ্য শুভেচ্ছা জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টকে। ওবামাকে নিয়ে বীরেন্দ্র শোবাগের এই টুইটে বইছে ঝড়।
এখানে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে তিনি লিখেছেন- আর তারপরই শুরু হল আলোচনার ঝড়। শেবাগ লিখেছেন- Happy Birthday @BarackObama . Looking at your love for kids, many kids would say”Obama, be my Mama”(maternal uncle)
৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর