শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৬:৩৫:৫৩

স্ত্রীকে খুন করে পচা মৃতদেহের পাশে স্বামী ও প্রেমিকার পার্টি

স্ত্রীকে খুন করে পচা মৃতদেহের পাশে স্বামী ও প্রেমিকার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে খুন করে তার মৃতদেহর পাশে বসে নেশা করছে স্বামী। না, না সিনেমা নয় বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। স্বামীর নাম ফিরোজ। খুন করার পরও স্বামীর এই নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। স্ত্রীর মৃতদেহর পাশে বসেই দু'দিন ধরে পার্টি করে চলেছে স্বামী। সঙ্গে তার প্রেমিকাও রয়েছে।

ঘরে পার্টির আমেজে বাজছে গান, গ্লাসে গ্লাসে গিলছে নেশার দ্রব্য। পাশের ঘর থেকেই বাহির হচ্ছে স্ত্রীর মৃতদেহে পচন ধরে গন্ধ। গন্ধে যখন আর ঘরে থাকা দায় হয়ে পড়েছে, ঠিক তখনই ফিরোজ আর তার প্রেমিকা ঠিক করে, মৃতদেহ ফেলে দিতে হবে দুরে কোথাও। আর সে অনুযায়ি বস্তায় মৃতদেহ ভরে তা বাড়ির বাইরে রাস্তার ওপর ফেলে দেয়। তারপরই তারা পালিয়ে যায় এলাকা থেকে।

ফিরোজের সঙ্গে তার স্ত্রী হালিমার ঝামেলা হয়েছে শুধুমাত্র ফিরোজের প্রেমিকার জন্যই। আসলে ফিরোজের সঙ্গে তার প্রেমিকা পূজার গোপন সম্পর্কের কথা জেনে যাওয়ার পর আপত্তি জানায় হালিমা। কিন্তু ফিরোজ এতে রেগে যায়। ফিরোজ ও পূজা দিল্লির শকরপুর এলাকায় একত্রে থাকা শুরু করে। হালিমা জানতে পেরে ফিরোজের বাড়ি এসে অশান্তি শুরু করে। আর তাই পূজাকে সাথে নিয়ে স্ত্রী হালিমাকে খুন করে ফিরোজ।

পুলিসের হাতে ধরা পড়ার পরই ফিরোজ স্বীকার করে স্ত্রীকে খুনের নাটকিয় ঘটনার কথা।
৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে