শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৭:৩৭:৩৭

জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে কাঁধের হাড় ভেঙেছে সোনিয়া গান্ধীর

জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে কাঁধের হাড় ভেঙেছে সোনিয়া গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক : জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে কাঁধের হাড় ভেঙেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর। দিল্লির গঙ্গারাম হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। এতে সোনিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে হাসপাতালেই থাকতে বলেছেন চিকিৎসকরা।

বারানসিতে গত বুধবার রোড শো চলার সময় পানিশূন্যতার কারণে জ্ঞান হারান আগে থেকে অসুস্থ সোনিয়া। ওই সময় পড়ে যাওয়ায় বাম কাঁধের হাড়টি ভেঙে যায়।

পরে ওই রাতে বারানসি থেকে দিল্লির বিমানবন্দরের কাছে সেনা হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়াকে। তবু তার বাঁ কাঁধের যন্ত্রণা কমেনি। পরে তাকে সেনাবাহিনীর হাসপাতাল থেকে তাকে গঙ্গারাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে রাতে মুম্বাই থেকে শাহরুখের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সঞ্জয় দেশাই দিল্লি আসেন। সঞ্জয় দেশাই ও গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক প্রতীক গুপ্ত সোনিয়ার কাঁধে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের পর চিতিৎসক সঞ্জয় জানান, কাঁধের সংযোগস্থলে সরে যাওয়া 'বল'টি আবার ঠিকমতো লাগিয়ে দেয়া হয়েছে। আর ভেঙ্গে যাওয়া এলাকায় প্লেট ও স্ক্রু লাগিয়ে ঠিক করে দেয়া হয়েছে। সনিয়া এখন ভাল আছেন। কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেয়া হবে। যদিও স্বাভাবিক কাজ করতে তার এখন কিছুটা সময় লাগবে।

অস্ত্রোপচারের সময় সোনিয়ার মেয়ে প্রিয়ঙ্কা হাসপাতালে ছিলেন। কংগ্রেসের কিছু নেতাও তার সঙ্গে দেখা করতে যান। দলের এক নেতার মতে— সভানেত্রীর শরীরের যা হাল, এবার রাহুল গান্ধীকে হয়তো পুরোদস্তুর কংগ্রেসের হাল ধরতে হবে।

এদিকে গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা এক বিবৃতিদে জানান, 'খুব দ্রুত সুস্থ হচ্ছেন সনিয়া গাঁধী। খুব শীঘ্রই আইসিইউ থেকে তাকে বাহির করে আনা হবে।'

যদিও হাসপাতাল সূত্রে খবর— এখনো সোনিয়ার বুকে সংক্রমণ রয়েছে। ইলেকট্রোলাইট ভারসাম্যের অভাবও রয়েছে। ফলে আইসিইউ থেকে বাহির করে আনলেও চিকিৎসকদের নজরদারিতে থাকবেন সোনিয়া। বুকে সংক্রমণের বিষয়টি অবশ্য নতুন নয়। চিকিৎসক অরূপ বসুর অধীনে আগেও তিনি গঙ্গারামে ভর্তি ছিলেন।
৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে