শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৮:২৯:০৬

‘আল্লাহ’ বলার জন্য নামানো হলো বিমান থেকে

‘আল্লাহ’ বলার জন্য নামানো হলো বিমান থেকে

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস থেকে সিনসিনাটির উদ্দেশে রওনা দেওয়ার জন্য মার্কিন ডেল্টা এয়ারলাইন্সের বিমানে আরোহন করেছিলেন নাজিয়া ও ফয়জল আলি। শরীর ‘ঘাম’ থাকায় আর মুখে ‘আল্লাহ’ বলার জন্য এই পাক-মার্কিন দম্পতিকে বিমান থেকে বের করে দেয় মার্কিন বিমান সংস্থা

এ ব্যাপারে নাজিয়ার বলেন, বিমান ছাড়ার আগে পরনের স্নিকার্স খুলে আমি নিজের অভিভাবকদের একটি মোবাইল-বার্তা সবে পাঠানো শেষ করে কানে হেডফোন গুঁজেছিলাম। এমন সময় বিমানের এক মহিলা ক্রু সদস্য আমাদের কাছে এসে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এর সঙ্গে সঙ্গেই বিমানের এক গ্রাউন্ড স্টাফ আমাদের এসে জানান, আমরা এই বিমানে যেতে পারব না। আমরা যেন অবিলম্বে বিমান থেকে নেমে যাই। আমাদের নামিয়েই তবে বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

এ ব্যাপারে ডেল্টার তরফে জানানো হয়েছে, ওই মহিলা ক্র্যু সদস্য বিমানচালকের কাছে গিয়ে এই দম্পতির বিষয়ে অভিযোগ করেন। এরপরই চালক এটিসি-কে বিষয়টি জানান। যারপরই গ্রাউন্ড স্টাফ নিরাপত্তার কারণে চলে আসেন।

বিমান সংস্থার দাবি, ওই ক্র্যু সদস্য জানিয়েছেন, মুসলিম মহিলা যাত্রী মাথায় স্কার্ফ পরে ফোন করছিলেন। অন্যদিকে, পাশে বসা ব্যক্তিটি ভীষণ ঘামছিলেন। তাছাড়া ওই ক্রু সদস্য সামনে আসার পর, ফয়জাল নিজের ফোনটি লুকানোর চেষ্টাও করেন। এমনকী, তিনি ওই দম্পতিকে আল্লাহ বলে ডাকতেও শুনেছেন।

এই অভিযোগ শুনে নাজিয়া বলেন, ডেল্টা এয়ারলাইন্স ‘ইসলাম-ভীতি’-তে আক্রান্ত। বিমানের মধ্যে প্রায় ৪৫ মিনিট বসেছিলাম আমরা। ফলে, ঘাম হওয়াটাই স্বাভাবিক। ন’ঘণ্টার ফ্লাইটে স্নিকার্স খোলা যেতেই পারে। বিমনবন্দরেই আমদের প্যারিস সফর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কোনও সন্দেহজনক তথ্য উঠে না আসায় আমাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার বিরুদ্ধে মার্কিন পরিবহণ দফতরে অভিযোগ দায়ের করেছে এক মার্কিন মুসলিম সংগঠন। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছে বিমান সংস্থা। পাশাপাশি, তারা ওই দম্পতির বিমান ভাড়া ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে