শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১১:৫৫:৫৫

মানসিক রোগী ছেলেকে ২০ বছর ধরে শিকলে বেঁধে রেখেছিলেন বাবা!

মানসিক রোগী ছেলেকে ২০ বছর ধরে শিকলে বেঁধে রেখেছিলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসা করানোর অর্থ নেই।  ৩০ বছরের মানসিকভাবে বিপর্যস্ত ছেলেকে তাই শিকলে বেঁধে ঘরে রেখে দিয়েছিলেন বাবা। ২০ বছর পর উদ্ধার হল সেই অসহায় তরুণ।

উত্তরপ্রদেশের মইনপুরি জেলার রাজনগর গ্রাম থেকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে শিকলে বাঁধা এক তরুণ। জানা গেছে, গত ২০ বছর যাবৎ তাকে বাড়ির একটি ঘরে বন্দি করে রেখেছিলেন ওই যুবকের বাবা পেশায় দিনমজুর সতীশচন্দ্র যাদব।

জানা গেছে, ১৯৯৬ সালে সতীশচন্দ্রের একমাত্র ছেলে মনোজের মানসিক রোগ ধরা পড়ে। তার চিকিত্‍সার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেননি সতীশচন্দ্র। অনেক চেষ্টা করার পরেও সরকারি সাহায্য মেলেনি।

বাধ্য হয়ে মনোজকে গ্রামের হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান সতীশ। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এদিকে চিকিত্‍সার অভাবে ধীরে ধীরে মনোজের অসুখের মাত্রা বাড়ছিল। উন্মত্ত অবস্থায় তাঁকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে না পেরে শেষে তাঁকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন সতীশচন্দ্র।

বৃহস্পতিবার শিকলবন্দি মনোজকে উদ্ধার করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁকে মানসিক রোগীদের জন্য নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।-টাইমস অফ ইন্ডিয়া
৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে