শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ১২:৫৩:০০

আইএসের প্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটন : ট্রাম্প

আইএসের প্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কিছুতেই ঠেকানো যাচ্ছে না, যত দিন যাচ্ছে ততই যেন মুখের লাগাম ছাড়া হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কী বলছেন, কোনও শালীনতার বালাই থাকছে না যেন! মাত্র দু’দিন আগে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলেছিলেন৷ এবার তাকে জঙ্গি সংগঠন আইএস-এর ‘প্রতিষ্ঠাতা’ বলে বসলেন ট্রাম্প৷ তার কটাক্ষ, আইএসের উচিত হিলারিকে পুরস্কৃত করা৷

গত বুধবার ফ্লোরিডার এক নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী সম্পর্কে এমনই মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী৷ ট্রাম্প বলেন, “অরল্যান্ডোর দিকে দেখুন৷ সান বের্নাডিনহোর দিকে তাকান৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা বিশ্বে কী ঘটছে! আমরাই আইএসকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছি৷” হিলারির বিরুদ্ধে পরাজয় তার কাছে খুবই অসম্মানজনক হবে বলে তিনি মন্তব্য করেন৷

ট্রাম্প এও বলেন যে, তিনি প্রেসিডেন্ট থাকলে ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাও ঠেকানো যেত৷ তার সাম্প্রতিক কর্মকাণ্ডে রিপাবলিকান পার্টির মধ্যে মতপার্থক্য চরমে উঠেছে বলে জল্পনা৷ তা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, “আমাদের দল ঐক্যবদ্ধ৷ এতটা একতা এর আগে কখনও দেখা যায়নি৷ যেভাবে সকলে আমাকে সমর্থন করছেন, তা অভাবনীয়৷ সবাইকে ধন্যবাদ৷”

গত সাত মাস ধরে নির্বাচনী প্রচারে কখনও হিলারিকে ‘শয়তান’, কখনও ‘অসৎ’ বলে ট্রাম্প মন্তব্য করে আসছেন৷ কিন্তু কখনও পাল্টা ব্যক্তিগত আক্রমণে যাননি ডেমোক্র্যাট প্রার্থী৷ তবে কলোরাডোয় এক সভায় হিলারি বলেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে, প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প সম্পূর্ণ অনুপযুক্ত৷ যারা ক্রমাগত আমাদের সেনা, মৃত সেনাদের পরিবারকে অসম্মান করেন, তাদের নিয়ে আমার সংশয় রয়েছে৷”
৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে