শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০২:২০:২৫

পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও হামলা চালাবো না কেন? : প্রশ্ন ট্রাম্পের

পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও হামলা চালাবো না কেন? : প্রশ্ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও ব্যবহার করা যাবে না কেন? প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের। এক বার নয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী বার বার এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতাকে। ট্রাম্পের এই বেফাঁস প্রশ্নের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিতর্কে ঝড় উঠে গিয়েছে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের মানসিক ভারসাম্য রয়েছে তো? মার্কিন রাজনীতিকদের অনেকেই আরও জোরালো ভাবে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনা চলাকালীন ডোনাল্ড ট্রাম্প এক আন্তর্জাতিক সম্পর্ক বিশারদকে নাকি জিজ্ঞাসা করেছেন, ‘আমাদের যখন পরমাণু অস্ত্র রয়েছে, তখন আমরা সেগুলো ব্যবহার করতে পারব না কেন?’ এক বার নয়, তিন বার ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটি করেন। বুধবার এমএসএনবিসি টিভিতে ‘মর্নি জো’ নামে একটি জনপ্রিয় শোয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বেফাঁস কথাবার্তার খবর প্রথম প্রকাশ্যে আসে।

ওই শোয়ের হোস্ট জো স্কারবোরো নিজেই জানান, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বার বার জিজ্ঞাসা করছিলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করায় অসুবিধা কোথায়? জো স্কারবোরো নিজেও রিপাবলিকান। তিনি রিপাবলিকান পার্টির টিকিটে ফ্লোরিডা থেকে জয়ী হয়ে মার্কিন কংগ্রেসের সদস্যও হয়েছিলেন।

সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো স্কারবোরোর শোয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর বেফাঁস কথাবার্তার এই খবর ফাঁস হওয়ায়, আমেরিকা জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন।’

রিপাবলিকান প্রার্থীর মানসিক অবস্থা সম্পর্কেও প্রশ্ন তুলেছিলেন ওবামা। তারপর দিনই ট্রাম্প পরমাণু অস্ত্র প্রয়োগের প্রশ্নে যে ভাবে জোর দিয়েছেন, তাতে আরও অনেকেই ওবামার বক্তব্যে বিশ্বাস রাখতে শুরু করেছেন। মানসিক ভাবে সুস্থ হলে বিদেশ নীতি এবং পরমাণু নীতি সম্পর্কে এমন শিশুসুলভ মানসিকতা কারও থাকতে পারে না, রিপাবলিকানদের মধ্যে অনেকেও এখন এমনই বলতে শুরু করেছেন।

৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে