আন্তর্জাতিক ডেস্ক : গুলশানের মতই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিমানবন্দরের পাশে জিম্মি করে রাখা হয়েছে একটি ভবন। একজন বন্দুকধারী অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে রাখেছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে অভিযানে নেমেছে সোয়াত টিম। শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজনকে উদ্ধার করেছে পুলিশ। তবে বন্দুকধারী একজন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নেওয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুই জন জিম্মিকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সোয়াত টিম ৪৫১ ফ্রিনিংগুয়েসন এভিনিউকে ঘিরে ফেলে। এই ভবনে ম্যানুফ্যাকচারিং এবং অনেক শপিং কোম্পানি রয়েছে। নেওয়ার্ক-লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটু দূরে এই ভবনের অবস্থান।
এই ভবনে এক বন্দুকধারী রয়েছে খবর পেয়েই পুলিশ অভিযানে নামে। দুইজনকে ছাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা এই ভবনের নতুন মালিক, সবাই এখন বন্দুকধারীর অস্ত্রের মুখে জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে।
৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস