শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৬:৫০:৩৩

গুগল ম্যাপ থেকে মুছে ফেলা হলো ফিলিস্তিনের নাম!

গুগল ম্যাপ থেকে মুছে ফেলা হলো ফিলিস্তিনের নাম!

আন্তর্জাতিক ডেস্ক : গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে গুগল। মানচিত্রে ফিলিস্তিনকে ইসরায়েলের সঙ্গে বিলীন করে দেওয়া হয়েছে। গুগল ম্যাপে সার্চ করে এখন পাওয়া যাচ্ছে না ফিলিস্তিনের নাম। সেখানে গাজা, তেল আবিব, ইসরায়েল, আমান সবার নাম থাকলেও নেই ফিলিস্তিনের নাম। ফিলিস্তিনের নানান শহরের নাম ইসরায়েলের মধ্যে মিশে গেছে।

প্যালেস্টাইন ক্রনিক্যালের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ জুলাই ফিলিস্তিনের নাম নিজেদের মানচিত্র থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়ন করে গুগল। শুক্রবার দুপুরে গুগল ম্যাপ সার্ভিসে প্রবেশ করে দেখা যায়, সেখানে ফিলিস্তিনের বিভিন্ন শহরের নাম প্রদর্শন করা হলেও দেশ হিসেবে ফিলিস্তিনের নাম নেই; বরং ইসরায়েলের ভেতরেই সেগুলোর বিলীন করে দেওয়া হয়েছে।

গত ২৫ জুলাই আপডেটের পরে ফিলিস্তিন বাদ পরেছে গুগল ম্যাপের তালিকা থেকে। তবে এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকরা।  এই ধরনের ঘটনা ইতিহাস বিকৃত করবে, ভুগোল বিকৃত করবে এবং ফিলিস্তিনের জনগণের অধিকারকে খর্ব করবে বলেই মনে করেন তারা। খুব দ্রুতই নামটি আবারও গুগলের মানচিত্রে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা।

৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে