আন্তর্জাতিক ডেস্ক: রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির এক যুগ পেরিয়ে গেছে। বাঙালির কাছে অমূল্য এই পদকটির খোঁজ এখনো দিতে পারেনি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাদের এই ব্যর্থতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে বলেছেন, তিনি সুযোগ পেলে নোবেল পদক খুঁজে বের করবেনই।
‘‘নোবেল চুরির তদন্তে সিবিআই কী করল জানি না। ওরা না পারলে আমি যদি তদন্তের সুযোগ পাই, খুঁজে বার করবই।’’ বৃহস্পতিবার বিশ্বভারতীতে এসে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তের আমন্ত্রণে বৃহস্পতিবার বিশ্বভারতীর লিপিকা সদনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে তিনি বলেন, ‘‘খুব খারাপ লাগে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়ে যায়।’’ এর পরেই মমতা যোগ করেন, ‘‘কথাটা বললাম, কারণ আমার কাছে রবীন্দ্রনাথ একটা সেন্টিমেন্ট। তাঁর (রবীন্দ্রনাথ) সম্মান শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’’
পদকের একটি রেপ্লিকা এখন রাখা হয়েছে বিশ্বভারতীতে। সিবিআই দু’দফায় তদন্ত চালিয়েও মূল পদকের খোঁজ পায়নি। আদালতের অনুমতি নিয়ে তদন্ত বন্ধ করেছে তারা। সেই কারণেই এদিন তার হতাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সুযোগ পেলে তিনি শেষ চেষ্টা করে দেখতে চান, জানান মমতা। ২০০৪ সালের ২৫ মার্চ সকালে রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদকসহ মোট ৫০টি মূল্যবান জিনিস খোয়া যায়।- আনন্দবাজার পত্রিকা
০৬ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস