আন্তর্জাতিক ডেস্ক: জন্মদিনের পার্টি চলাকালে উত্তর ফ্রান্সের শহর রউনের একটি বারে আগুন লাগার পর কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড চেজনুভা জানান, শনিবার মধ্যরাতে কিউব লিবরা বারের বেজমেন্টে থাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী সেখানে আগুন নেভানের কাজে ব্যবহার করা হয়।
তিনি আরো জানান, আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একটি প্রতিবেদনে জানানো হয়, জন্মদিনের কেক ঘিরে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।-বিবিসি
৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস