আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি ভোটারদের সমর্থন আরো বেড়েছে। গত বৃহস্পতিবার ম্যাকক্ল্যাচি-ম্যারিস্ট জরিপের ফলাফলে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। গত সপ্তাহে দু’টি কনভেনশন শেষ হওয়ার পর সম্প্রতি ট্রাম্প দু’টি ভুল করার কারণে হিলারির সমর্থন এখন বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। আর ট্রাম্পে ৩৩ শতাংশ। ম্যাককাচি-ম্যারিস্টের সর্বশেষ জরিপে এ তথ্য পাওয়া গেছে।
নিউ ইয়র্কের জনমত জরিপ প্রতিষ্ঠান ম্যারিস্ট ইনস্টিটিউট জানায়, গত মাসে হিলারির গড় সমর্থন ছিল ৪২ শতাংশ আর ট্রাম্পের ৩৯ শতাংশ। ইনস্টিটিউটের পরিচালক লি মিরিংগফ বলেন, ‘ডেমোক্র্যাটিক কনভেনশনের পর হিলারির জনসমর্থন বাড়বে বলে ধারণা করা হয়েছিল।’
ওয়ালস্ট্রিট জার্নাল/এনবিসি নিউজের অপর এক জরিপে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে হিলারি ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সর্বশেষ জরিপ অনুসারে নারী ভোটারদের মধ্যে হিলারির সমর্থন অনেক বেশিÑ হিলারির ৫১ শতাংশ আর ট্রাম্পের ৩৫ শতাংশ, আফ্রিকান আমেরিকানদের মধ্যে ৯১ শতাংশ ও ১ শতাংশ, অশ্বেতাঙ্গদের মধ্যে ৬৯ ও ১৭ শতাংশ, তরুণ ভোটারদের মধ্যে ৪৬ ও ৩৪ শতাংশ এবং কলেজ ডিগ্রিধারীদের মধ্যে ৪৭ ও ৪০ শতাংশ।
জরিপে বলা হয়, দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থন পুরুষ লোকের মধ্যে প্রায় সমান। হিলারির ৪৩ শতাংশ আর ৪২ শতাংশ। সব জনমত জরিপের ওপর ঘনিষ্ঠ নজর রাখে রিয়েলকিয়ারপলিটিক্স। অবশ্য তাদের মতে, ট্রাম্পের চেয়ে হিলারির জনসমর্থন ৬.৮ পয়েন্ট বেশি রয়েছে।
ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ মেলানিয়ার অস্বীকার
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিউ ইয়র্কে একজন মডেল হিসেবে কাজ করার সময় ভিসা আইন লঙ্ঘন করেছিলেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা তিনি অস্বীকার করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি সব সময় অভিবাসন আইন মেনে চলেছেন। ১৯৯৫ সালে নিউ ইয়র্কে ফটোসেশনের সময় মেলানিয়া কী ধরনের ভিসা ব্যবহার করেছিলেন তা তিনি পরিষ্কার করে বলেননি।
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত মেলানিয়া ট্রাম্পের আসলেই কী ধরনের ভিসা ছিল তা ট্রাম্পের শিবির স্পষ্ট করতে অস্বীকৃতি জানিয়েছে। মেলানিয়া বলেন, ১৯৯৬ সালে তিনি মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে নিউ ইয়র্কের একটি ট্যাবলয়েডে গত সপ্তাহান্তে তার যে নগ্ন ছবি প্রকাশিত হয়েছে তা সম্ভবত ১৯৯৫ সালে অধুনালুপ্ত একটি ফরাসি ম্যাগাজিনের জন্য তোলা হয়েছিল।
মেলানিয়ার ছবি প্রকাশিত হওয়ার পর ওই সময় তার অভিবাসনের প্রকৃতি ও সে সময় তার কাজের অধিকার ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। মডেলিং এজেন্সির মালিক পাওলো জামপল্লি বলেন, তিনি ১৯৯৬ সালে এইচআইবি ওয়ার্ক ভিসার জন্য মেলানিয়াকে স্পন্সর করেছিলেন।-সিএনএন।
৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস