শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০১:৩১:৫৭

স্বপ্ন এবার সত্যি হচ্ছে, বিনামূল্যে বিশ্ব ভ্রমণ

স্বপ্ন এবার সত্যি হচ্ছে, বিনামূল্যে বিশ্ব ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বভ্রমণের স্বপ্ন অনেকের কাছেই অধরা। আর সেটা যদি হয় একেবারে বিনামূল্যে। তাহলে সেটা স্বপ্ন সত্যি হওয়া ছাড়া আর কিছুই নয়।

আর এই স্বপ্নই এবার সত্যি করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইনস। আকাশে ওড়ার ১০ বছর পূর্তি উপলক্ষে এই অফর দিচ্ছে এই সংস্থা। তাদের এই প্রোগ্রামের নাম 6E Explorer।

আগামী ৫ অগাস্ট সন্ধে ৭টা থেকে আগ্রহী গ্রাহকদের এন্ট্রি নেওয়া শুরু হবে। এরপর তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। সেখান থেকে শর্টলিস্ট করে বেছে নেওয়া হবে ভ্রমণকারীদের।

যাঁদের বেছে নেওয়া হবে তাঁদের বলা হচ্ছে Explorers. তাঁদেরকে দেশের মধ্যে অন্তত ৪ থেকে ৬টি জায়গায় বিনামূল্যে ঘুরতে পাঠানো হবে। সেখান থেকে ফিরে তাঁদের একটি করে ব্লগ লিখতে হবে। দিতে হবে ছবি ও ভিডিও।

যেসব জায়গায় খুব একটা কেউ যায় না, সেখানে গিয়ে সেখানকার খাবার, রেস্তোরাঁ, থাকার জায়গা সম্পর্কিত তথ্য দিয়ে আর্টিকল লিখতে হবে। এয়ারলাইনসের ওয়েবসাইটে দেখা যাবে এই ব্লগ। যেসব জায়গায় ইন্ডিগোর বিমান যায়, সেসব জায়গা সম্পর্কে মানুষকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের আগে ইন্ডিগোর তরফ থেকে আইটি টিম অ্যাডভাইসর স্টোফেন টেম পর্যটকদের উদ্দেশে বলেন, ‘আমরা গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁরাই আমাদের সাফল্যের পিছনে রয়েছেন। বহনযোগ্য খরচে কোনও সমস্যা ছাড়াই যাত্রীদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।-কলকাতা
০৬ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে