শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৩:১৩:১৬

সাপের কামড়ে মারা গেল দুই মাদ্রাসার ছাত্র, জখম আরও একজন

সাপের কামড়ে মারা গেল দুই মাদ্রাসার ছাত্র, জখম আরও একজন

আন্তর্জাতিক ডেস্ক: সাপের কামড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো মাদ্রাসার দুই ছাত্রের৷ ঘটনায় জখম আরও এক ছাত্র। নদিয়ার চাপড়ায় শিকরার এক মাদ্রাসার হোস্টেলের একই ঘরে থাকত চতুর্থ শ্রেণির দুই ছাত্র শাকিল বিলগবা, আব্দুল কাদের ও পঞ্চম শ্রেণির আরও এক ছাত্র।

গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকেই সাপে কামড়ায়। প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে শাকিল ও আব্দুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রকে।

ভারতীয় একটি অনলাইন প্রতিবেদন করেছে, শিকরার ওই আবাসিক মাদ্রাসায় প্রায় ৭০ জন ছাত্র পঠনপাঠন করে। বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর নিজেদের বিছানায় শুতে যায় চতুর্থ শ্রেণীর ছাত্র তিন বন্ধু শাকিল বিলবাবা,আবদুল কাদের ও সামিরুল ঘরামী।

হটাতই মাঝরাতে আনুমানিক ছাত্রদের ওই ঘর থেকে চিৎকারে ঘুম ভাঙ্গে শিক্ষকদের। তারা ওই ঘরে গিয়ে দেখেন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে ওই তিন জন। তড়িঘড়ি তাদের প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল ও পরে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় শাকিল বিলবাবা ও আবদুল কাদের নামে দুই ছাত্রের।

সামিরুল ঘরামী নামে আরও এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই দুই ছাত্রের। মাদ্রাসা শিক্ষকদের প্রাথমিক অনুমান কোনোভাবে বিছানার মধ্যে ঢুকে পড়েছিল বিষধর সাপ। আর সেই বিছানায় শুয়ে থাকা তিন ছাত্রকেই কামড়ে দেয় সাপটি।
০৬ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে