শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৮:৪৫:২৬

১০০ টাকা ঘুষের জন্য দুই ভাইকে পিটিয়ে মারল পুলিশ

১০০ টাকা ঘুষের জন্য দুই ভাইকে পিটিয়ে মারল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ১০০ রুপি ঘুষ চেয়ে না পাওয়ায় দুই ভাইকে পিটিয়ে মেরেছে পুলিশ।  দুই ভাইকে বেধড়ক পিটিয়ে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

সাঁতার না জানায় দু’জনেরই পানিতে ডুবে মৃত্যু হয়। তাদের পানিতে ডুবতে দেখেও এগিয়ে যায়নি পুলিশ সদস্যরা।  শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরীতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন রাতে দিলীপ যাদব (২২) ও পঙ্কজ যাদব (২৪) নামে দুই ভাই পাথরবোঝাই ট্র্যাক্টর নিয়ে ফিরছিলেন।  পথ আটকায় পাঁচ পুলিশকর্মী।  

পুলিশ তাদের ১০০ রুপি দিতে বলে।  কিন্তু ওই দুই ভাই সেই টাকা দিতে অস্বীকার করেন।  অভিযোগ, তখন তাদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটায় পুলিশকর্মীরা।

তারপর টানতে টানতে নিয়ে গিয়ে কাছেরই একটি পুকুরে ঠেলে ফেলে দেয়া হয়।  পানিতে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের।  এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় পুলিশ থানায় গিয়ে পুলিশকর্মীদের পাল্টা মারধর করেন।

মার ও পাল্টা মারে ব্যাপক উত্তেজনা ছড়ায় মৈনপুরীতে।  পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।

জেলা পুলিশের এক শীর্ষ কর্তা জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবারে পুলিশ হেফাজতে কমল বাল্মিকী নামে এক দলিত বন্দির মৃত্যুর ঘটনায় এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে কানপুর।  

১৫ জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে সেই ঘটনায়।  কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভের রেশ এখনো কাটেনি।  এর মধ্যেই শুক্রবার রাতে মৈনপুরীর ঘটনা যেন ক্ষোভের আঁচে আরো খানিকটা ঘি ঢালল।

সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।  তার আগে পুলিশ প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ডে অস্বস্তিতে অখিলেশ সরকার।  

বিরোধীরাও এই ঘটনাকে হাতিয়ার করে অখিলেশের প্রশাসনিক ব্যর্থতাকে তুলে ধরতে মরিয়া।  বিএসপি সুপ্রিমো মায়াবতী দাবি করেন, এক দলিত পুলিশ হেফাজতে মারা গেলেন, আর কয়েকজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করে এর দায় এড়াতে পারে না সরকার।  এটা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে