শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৯:০০:৫০

ভারতে আইএস-এর শক্তি বাড়াতে টাকা দিচ্ছেন যে ব্যক্তি

ভারতে আইএস-এর শক্তি বাড়াতে টাকা দিচ্ছেন যে ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আইসিস অনুগতদের মধ্যে টাকা দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কুয়েত পুলিশ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, NIA মারফত্‍‌ খবর পেয়েই আবদুল্লা হাদি আব্দুল রেহমান আল ইনেজিকে ধরা হয়।

NIA সূত্রে খবর, পশ্চিম এশিয়ায় ঘোরার জন্য কল্যাণের চার যুবককে নিয়মিত টাকা পাঠাত আব্দুলা হাদি। ২০১৪-র মে মাসে শাহিন টাঙ্কি, ফাহাদ শেখ, আমন তান্দেল ও আরিফ মাজিদ দেশ ছেড়ে পশ্চিম এশিয়ায় চলে যায়। পরে মাজিদ ছাড়া আর কারো খোঁজ মেলেনি। মাজিদকে ওই বছরই গ্রেপ্তার করে মুম্বাইতে নিয়ে আসা হয়। NIA-র ধারণা, এই চার যুবকই আইসিসের হয়ে কাজ করছে।

গত মাসেই কুয়েতে তিনটি পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। বছর খানেক আগে একটি শিয়া মসজিদও ছিল জঙ্গি নিশানায়। নজরদারি এড়িয়ে মসজিদের ভিতরে এক আত্মঘাতী বোমারু নিজেকে উড়িয়ে দিলে, ২৭ জন প্রাণ হারান। পরপর এমন কয়েকটি ঘটনার কারণেই জঙ্গি খোঁজে অভিযান চলছে।-টাইমস অফ ইন্ডিয়া
৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে