শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৯:৩৬:৪৮

ট্রাম্পকে স্বামী বলায় হিলারিকে নিয়ে হাস্যরস!

 ট্রাম্পকে স্বামী বলায় হিলারিকে নিয়ে হাস্যরস!

আন্তর্জাতিক ডেস্ক : এক সম্মেলনে কথা বলার সময় ভুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বামী’ বলে ফেলায় হিলারি ক্লিনটনকে নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। অসাবধানতাবশত এ ভুলের কারণে উপস্থিত জনতা হেসে উঠলেও পরক্ষণে তা চুপসে যায়।  অবশ্য এ নিয়ে টুইটারেও হাস্যরস হয়।

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্লাক জার্নালিস্টস এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিস্পানিক জার্নালিস্টসের যৌথ সম্মেলনে ভাষণ দেয়ার সময় হিলারি অসাবধানতাবশত শব্দটি উচ্চারণ করে ফেলেন।

ভাষণের একপর্যায়ে হিলারি বলেন, ‘আশা করি আমি যেসব প্রস্তাব করছি, তার সঙ্গে আমার ‘হাসব্যান্ড’ আমার প্রতিপক্ষ যা বলছে, তার সঙ্গে আপনারা তুলনা করবেন।’ এ কথা বলার পরই তিনি দ্রুত তা শুধরে নেন।  উপস্থিত সাংবাদিকরা ঠিকই তা ধরে ফেলেন।

ভাষণের পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন হিলারি ক্লিনটন।  বহুল আলোচিত ই-মেইল ইস্যুতে এফবিআইয়ের তদন্ত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।  

তিনি বলেন, ই-মেইল ইস্যুতে এফবিআইকে যে উত্তর দিয়েছেন এবং দুটি সাক্ষাৎকার দিয়েছেন তা বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাদের কাছে।

তবে এফবিআইয়ে তদন্তে একটি বিষয় প্রমাণিত হয়েছে, হিলারি তার ব্যক্তিগত ই-মেইলে রাষ্ট্রীয় তথ্য আদান-প্রদান করেছেন।  সেগুলোর মধ্যে খুব সামান্য সংখ্যকে গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যা ফাঁস হলে রাষ্ট্রের ক্ষতি হতে পারত।

৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে অভিবাসন নীতিতে সংস্কার আনবেন বলে প্রতিশ্রুতি দেন হিলারি।  তিনি বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব আমরা আইন প্রণয়ন করব।

তবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পও অভিবাসন নীতি সংস্কারে কিছু প্রস্তাব করেছেন।  তবে তার প্রস্তাবের সঙ্গে হিলারি ক্লিনটনের প্রস্তাবিত নীতির অনেক পার্থক্য রয়েছে।  তথ্যসূত্র : নিইইয়র্ক পোস্ট অনলাইন
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে