শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ১১:৫৩:১৬

আবার মাঝ-আকাশে যাত্রীবোঝাই বিমান উধাও!

আবার মাঝ-আকাশে যাত্রীবোঝাই বিমান উধাও!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং৩৭০-এর টাটকা স্মৃতি উস্কে ফের মাঝ-আকাশে উধাও হয়ে গেল যাত্রীবাহী বিমান।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

আলজেরিয়া থেকে মার্সেই যাওয়ার পথে মাঝ-আকাশ হঠাত্‍‌ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার আলজেরির বিমান AH1020-এর।  যাত্রীবোঝাই বিমানটির এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আলজেরিয়া ছাড়ে এয়ার আলজেরির বিমান AH1020।  

মার্সেইগামী বিমানটির মার্সেই পৌঁছনোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টায়।  রানওয়ে ছাড়ার ঘণ্টা খানেক বাদেই ওই বিমানটি থেকে একটি ইমার্জেন্সি ফোন আসে আলজেরি বিমানবন্দরে।

যোগাযোগ করতে গিয়েই আর কোনো পাত্তা মেলেনি বিমানটির।  বিমানটির কী হলো তা এখনো রহস্য।

বিমানবন্দরের র‍্যাডারে দেখা গেছে, উধাও হওয়ার আগে বিমানটি শেষবার আলজেরি ফেরার চেষ্টা করছিল।  তারপরই র‍্যাডারের রে কোনো খোঁজ পায়নি।

বিমানটিতে ১২৩টি আসন ছিল।  তবে কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি।
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে