আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের এক সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ আহবান জানান।
তেলের দরের ক্রমবর্ধমান পতন ও মক্কায় গত সপ্তা'র হজ ট্র্যাজেডির প্রেক্ষাপটে তিনি এই ব্যতিক্রমধর্মী আহ্বান জানালেন।
ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানের বরাত দিয়ে রেডিও তেহরান জানিয়েছে, সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের নাতি এই পত্রিকাকে বলেছেন, সৌদি রাজ পরিবারের মধ্যে কোন্দল চলছে এবং জনগণও সরকারের ওপর- বিশেষ করে রাজা সালমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। সালমান গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেছেন।
এ মাসের প্রথমদিকে জনগণের উদ্দেশ্যে দু'টি খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, রাজা স্থিতিশীল অবস্থানে নেই এবং বাস্তবে রাজার ছেলে সালমানই রাজ্য চালাচ্ছেন।
তিনি লিখেছিলেন, তাই আমার চার অথবা ৫ জন চাচা এসব চিঠি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন। তারা তাদের বহু ভাতিজাকে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছেন এবং তা দরজা খুলে দেবে। দ্বিতীয় প্রজন্মের অনেকেই খুবই উদ্বিগ্ন। গোত্রীয় নেতারাসহ সব শ্রেণীর জনগণও খুবই চাপ দিচ্ছে এ বিষয়ে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম