আন্তর্জাতিক ডেস্ক : মাঠে–ঘাটে বক্তৃতা করার সময়ে বারেবারে প্রতিশ্রুতি দিয়েছেন, আমেরিকার আর্থিক ভোল বদলে দেবেন। সোমবার এই বিষয়েই ডেট্রয়েটে বক্তৃতা করার কথা আমেরিকার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তার আগে আর্থিক উপদেষ্টাদের একটি দল তৈরি করলেন।
১৩ জনের এই দলে সবাই পুরুষ, প্রায় সকলেই বিলিওনিয়ার। রয়েছেন একগুচ্ছ প্রমোটার ও ডেভলপার, ব্যাঙ্কার এবং ফান্ড ম্যানেজার। তবে অর্থনীতিবিদদের উপস্থিতি লক্ষ্যনীয়ভাবে কম। স্বাভাবিক, কারন অর্থনীতিবিদরা অর্থনীতির কিছুই বোঝেন না, ভুলভাল নীতি নিয়ে চলেছেন বলে এর আগে বারে বারেই বোমা ফাটিয়েছেন ট্রাম্প। খুব রক্ষণশীল বিশেষজ্ঞরাও বুঝে পাচ্ছেন না, কীভাবে এই দল আমেরিকার আর্থিক সমস্যার সমাধান করবে।
ওয়াল স্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের কাজকর্ম, বিশ্ব আর্থিক ব্যবস্থা, এমনকি বিভিন্ন বিশ্ব বাণিজ্যিক চুক্তি–প্রায় কিছুই ট্রাম্পের মেঠো সমালোচনার বাইরে যায়নি। তবে দলে ওয়াল স্ট্রিট কর্তাদের রেখে ট্রাম্প বোধহয় প্রমাণ করতে চাইলেন, ওইসব বক্তৃতাকে তেমন গুরুত্ব না দেওয়াই ভালো। তার সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তহবিলে যাতে টান না পড়ে সেটাও নিশ্চিত করতে চাইলেন।
৭ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস