এক্সক্লুসিভ ডেস্ক : বিমানে উড়ার সখ কার না আছে। তবে সেটাও যদি হয় একেবারে ফ্রি তাহলে তো কথাই নেই। কী ভাবছেন পুরোটাই গালগল্প? তা হবে কেন? একেবারে সত্যি। বিমানে ফ্রি ঘুরতে চাইলে আজই যোগাযোগ করুন!
এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অন্তর্দেশীয় উড়ানে ১০ বছর পার করার সেলিব্রেশনে বিশেষ সুযোগ দিচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স।
গ্রাহকদের সাফল্যের প্রতিদানস্বরূপ কিছু ফিরিয়ে দিতে তারা 6E Explorer নামে একটি বিশেষ প্রোগ্রাম শুরু করছে।
যাতে দেশের ৬টি জায়গায় বিনামূল্যে বিমানে সফরের সুযোগ থাকছে। শুক্রবার ৫ অাগস্ট সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানের সূচনা হয়েছে।
ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত খবর দেখা যাবে। সেখানেই নিজের নাম নথিভুক্ত করতে হবে। সেখান থেকে বেছে নেয়া হবে বিজয়ীদের।
ইন্ডিগোর একটি বিশেষ প্যানেল সেসব ট্রাভেলারদের ইন্টারভিউ করবেন। তারপর তাদের হাতে তুলে দেয়া হবে নির্দিষ্ট গন্তব্যের টিকিট।
তার বদলে অবশ্য বিজয়ীদেরও কিছু ফেরত দিতে হবে। কী সেটা? যেসব জায়গায় তারা ঘুরতে যাবেন, সেখানকার সম্পর্কে নানা অজানা তথ্য লিখতে হবে।
ভিডিও, ছবি তুলে তাদের ভ্রমণের অভিজ্ঞতা তুলে দিতে হবে সংস্থার হাতে। সেটাই প্রকাশিত হবে ইন্ডিগোর ওয়েবসাইটে। পরবর্তীকালে অনেক ভ্রমণার্থীদের এর ফলে সুবিধা হবে।
ইন্ডিগোর মুখ্য উপদেষ্টা স্টিফেন টেম বলেন, 'আমরা আমাদের গ্রাহকদের অংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারাই আমাদের সাফল্যের পেছনে রয়েছেন।
আমরা সব সময় চেষ্টা করেছি যাতে গ্রাহকদের যাত্রা সুন্দর এবং সুরক্ষিত হয়। বিমান ভাড়া যাতে গ্রাহকদের সাধ্যের মধ্যে থাকে সেই চেষ্টা নিরন্তর করেছি। এই নতুন প্রোগ্রাম যাত্রীদের প্রতি আমাদের একটা ছোট্ট উপহার।'
৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম