আন্তর্জাতিক ডেস্ক : জাপান শনিবার হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার একাত্তরতম বার্ষিকী উদযাপন করেছে। বোমা হামলার কেন্দ্রস্থল পিস পার্কে অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার লোক। মেয়র কাজুমি মাৎসুই বিশ্ব নেতৃবর্গকে এই কেন্দ্রস্থল পরিদর্শনের আবেদন জানান, যে সমাধিস্থলে প্রেসিডেন্ট ওবামা মে মাসে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।
হিরোশিমা বোমা হামলায় এক লক্ষ চল্লিশ হাজার জনগণ তাৎক্ষণিক অথবা পরে রেডিয়েশনের কারণে মৃত্যু বরণ করেন। এর মাত্র তিন দিন পরেই নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয়, যে হামলায় সত্তর হাজার নগরবাসী সেদিন প্রাণ হারিয়েছিলেন।
প্রেসিডেন্ট ওবামাই হচ্ছেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি হিরোশিমা সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তবে বোমা হামলার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন নি। এমনকি দুঃখও প্রকাশ করেন নি।
৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই