রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৫:৩২:১০

হানিমুন থেকে ফেরার পথে বই পড়ায় জঙ্গি ভেবে এয়ারপোর্টে আটক ব্রিটিশ মুসলিম নারী

হানিমুন থেকে ফেরার পথে বই পড়ায় জঙ্গি ভেবে এয়ারপোর্টে আটক ব্রিটিশ মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সম্পর্কিত একটি বই পড়ছিলেন এক ব্রিটিশ মহিলা। আর সেইজন্যই সন্দেহজনক আখ্যা দিয়ে আটক করা হলো ওই মুসলিম মহিলাকে। সাউথ ইয়র্কশায়ারের শেফিল্ড এয়ারপোর্টে নামানো হয় তাকে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পাসপোর্টও চেক করা হয়। ওই মহিলা একজন সাইকোথেরাপিস্ট। তিনি ইউকে-র ন্যাশনাল হেল্থ সার্ভিসে চাকরি করেন বলে জানা গিয়েছে। হানিমুন সেরে ফিরছিলেন তিনি।

শাহিন জানিয়েছেন, টেররিজম অ্যাক্টের ভিত্তিতে বই পড়ার জন্যই তার বিরুদ্ধে সন্দেহজনক আচরণের অভিযোগ ওঠে। এয়ারপোর্ট কর্তৃপক্ষের দাবি, যে পত্রিকাটি পড়ছিলেন ওই মহিলা, তা শুধুই মুসলিমদের জন্য প্রকাশিত হয়। শাহিন একজন মনোবিদ। মূলত অল্পবয়সী ছেলেমেয়েদের মনোরোগ নিয়ে তার কাজ। আর সেই কাজের অংশ হিসেবে, যুবসম্প্রদায় যাতে সন্ত্রাসবাদে প্রভাবিত না হয়, সে বিষয়েও কাজ করেন তিনি। সেকথাও পুলিশকে জানান তিনি।

তিনি বলেন যে সন্ত্রাসবাদী মনোভাব থেকে মানুষকে দূরে রাখতে কাজ করছেন তিনি। তিনি আরো জানান, 'Syria Speaks: Art and Culture from the Frontline,' নামের যে বইটি পড়ছিলেন তিনি তা ৫০ জন সিরিয়ান শিল্পী ও সাহিত্যিকের কাজের একটি সংগ্রহ।

থমসন এয়ারওয়েজের দাবি, ট্রেনিং-এ যেমনটা বলে দেয়া হয়, সেই অনুযায়ী কাজ করেছেন বিমানের কর্মীরা। সন্দেহজনক কোনো আচরণ দেখলেই তাদের রিপোর্ট করতে বলা হয়েছে।
৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে