আন্তর্জাতিক ডেস্ক : এ খবরে আপনি নিশ্চিত অবাক হবেন! আসুন, বিহারের বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া রাহুল কুমারের সঙ্গে পরিচয় হওয়া যাক। ভারতের বিহার রাজ্যের বিজ্ঞানের সেরা ছাত্র রাহুল বর্তমানে হাজতে। কীভাবে সে সেরা হয়েছে, পুলিশি জেরার মুখে সব জানিয়েছে রাহুল। পুলিশি জেরায় তার অকপট স্বীকারোক্তি, 'পরীক্ষার হলে আমাকে বলা হয়েছিল ফাঁকা খাতা জমা দিতে। আমাকে টপার করার জন্য তো বাবা ৫ লাখ টাকা আগেই দিয়ে রেখেছিল।'
বিহার স্কুল এগজামিনেশন বোর্ড বা (BSEB) পরীক্ষায় ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা ভারতে। মোটা অঙ্কের ঘুষ দিয়ে চিট করে BSEB টপার হয়ে ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে রুবি রাই। ওই পরীক্ষায় বিজ্ঞান শাখার সেরা রাহুল কুমার কীভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তার ইতিবৃত্ত শুনলে চোখ কপালে ওঠে। পুলিশকে রাহুল বলেছে, ভিআর কলেজের অধ্যক্ষ বাচ্চা রাইকে মোট ৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল তার বাবা। বাবার দাবি ছিল, ছেলেকে যে ভাবে হোক সেরা ছাত্র করতে হবে।
পাটনার এসএসপি মনু মহারাজ জানিয়েছেন, পরীক্ষা দুর্নীতির কিংপিন বাচ্চা রাইকে বিভিন্ন পর্যায়ে ৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল রাহুলের বাবা। রাহুলের কথায়, 'আমি এবং আরো কয়েকজন ছাত্র-ছাত্রী ৫ লক্ষ টাকা করে দিয়েছিলাম প্রিন্সিপালকে। আমাদের বলা হয়, পরীক্ষার হলে সাদা পাতা জমা দিতে। রাতে কলেজে গিয়ে আবার লেখা শুরু করি। ওই রোল নম্বরেরই খাতা ও উত্তর আমাদের দেয়া হয়। আমাদের বলা হয়েছিল, যদি ছাত্র-ছাত্রীরা না-ও আসতে পারে, তাহলে আত্মীয় বা বন্ধুবান্ধব এসেও লিখতে পারে। কোনো অসুবিধা নেই।'-টাইমস অফ ইন্ডিয়া
৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই