আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ফিরে পেতে নিজের ১৭ মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ অভিযুক্ত ২৩ বছরের কিম্বারলি মার্টিনস আমেরিকার স্পাটার্নবাগের বাসিন্দা৷
বেশ কয়েকদিন আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কিম্বারলির৷ অভিযোগ, স্বামীকে ফিরে পেতেই নিজের ১৭ মাসের মেয়ে পেইটনকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করে সে৷ প্রথমে ঠান্ডা মাথায় নুনে বিষ মিশিয়ে নিজের বাচ্চাকে খাওয়ায়৷ পরে একটি পানীয়ও দেয়৷
গত রবিবার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পেইটনকে৷ অবস্থার অবনতি হলে বুধবার লাইফ সাপোর্টে দেওয়া হয় তাকে৷ পরে ব্রেন ডেড হয়ে গেলে সরিয়ে নেওয়া হয় লাইফ সাপোর্ট সিস্টেম৷ তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷
নিজের সন্তানকেই হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় কিম্বারলিকে৷ স্থানীয় আদালতে বিচার চলছে তার৷ যদিও কিম্বারলির বোন টিফনির দাবি, কিম্বারলি খুব ভাল এক মা৷ সে কোনওভাবেই নিজের বাচ্চার ক্ষতি করতে পারে না৷ ময়নাতদন্তের রিপোর্টে অবশ্য নুনের মাধ্যমেই শিশুটির শরীরে বিষ ঢুকেছিল বলে জানানো হয়েছে৷
৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস